‘একটি সুন্দর সমাজ গড়তে হলে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে’
লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা।
তিনি বলেন, চাঁদপুর জেলার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিয়েছি। তবে লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের আজকের আয়োজনটি ব্যতিক্রমধর্মী ও অত্যন্ত সুন্দর।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য রেখে বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে বিসিএস ক্যাডার তৈরি হবে। একটি সুন্দর সমাজ গড়তে হলে তোমাদেরকেই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা আফরোজ, তানভীর রাব্বী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এ. লতিফসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. মোর্শেদা ইয়াসমিন। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মো. মানসুর সরকার ও পলি রানী সরকার।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
২৯ জানুয়ারি ২০২৬