একটি নৌকাও নদীতে নামতে দেয়া হবে না : চাঁদপুর জেলা প্রশাসক
মা ইলিশ রক্ষায় চাঁদপুর জেলা টাক্স ফোর্স- এর সভা ২৬ সেপ্টেম্বর সোমবার বেলা সড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
তিনি বলেন, ‘এবার মা ইলিশ রক্ষা আমরা অনেক বেশি কঠোর অবস্থানে থাকবো। অভয়াশ্রম চলাকালে একটি নৌকাও নদীতে নামতে দেয়া হবে না। এবার চাঁদপুরে নৌ-পুলিশ সুপার রয়েছে। আমরা আশা করবো তিনি আমাদের ভালো কিছু উপহার দিবেন। তিনি আরো বলেন, মা ইলিশ রক্ষার স্থানীয় জনপ্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। আপনারা প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। গত বছরের মতো এবার ও চাঁদপুরের জেলা পুলিশ ও নৌ-পুলিশ অনেক বেশি কঠোর অবস্থানে থাকবে।’
সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, নৌ-পুলিশ সুপার সুব্রত হালদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, কোস্টগার্ড স্টেশন কমান্ডার, জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।
এসময় জেলা টাক্স ফোর্সের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]প্রতিবেদক- আশিক বিন রহিম[/author]