Home / কৃষি ও গবাদি / ‘একজন আদর্শ শিক্ষকই জানেন ভালো ফলাফলের কৌশল’
‘একজন আদর্শ শিক্ষকই জানেন ভালো ফলাফলের কৌশল’

‘একজন আদর্শ শিক্ষকই জানেন ভালো ফলাফলের কৌশল’

অনুপম ঘোষ চাঁদপুর সদর উপজেলার হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এবার এসএস সি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ -৫ পেয়েছে।

তার পিতা দুলাল কৃষ্ণ ঘোষ এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মাতা অঞ্জু ঘোষ। তিন ভাইবোনের মধ্যে অনুপম ঘোষ সবার ছোট। সবার ছোট হওয়ায় তার প্রতি সুদৃষ্টি ও ভালোবাসা একটু বেশি ছিলো। আর সুদৃষ্টি তাকে এনে দিয়েছে এ সাফল্য। তার সফলতার গল্প নিয়ে কথা বলেছেন আমাদের প্রতিনিধি এমএ শাকুর। ।

চাঁদপুর টাইমস :
তোমার এ সাফল্যের পেছনে কাদের অবদান ছিলো বলে মনে কর?

অনুপম :
আমার এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য আমার বাবা-মা, বড় দু’ বোন ও শিক্ষক-শিক্ষিকাদের সার্বিক তত্ত্বাবধান সবচাইতে বেশি ছিল। যার কারণে আমি সব সময় একটি ভালো ফলাফল করার স্বপ্ন দেখতাম। তাদের এ যৌথ প্রচেষ্টার কারণেই আমি জিপিএ ৫ পেয়েছি।

চাঁদপুর টাইমস:
ভালো ফলাফলের জন্য কোন কৌশলগুলি কাজে আসতে পারে বলে তুমি মনে কর?

অনুপম: আমার মতে শিক্ষকদের প্রতি আস্থা ও সম্মান রেখে সকল বিষয়ে স্ব স্ব শিক্ষকের সাথে পরামর্শ ক্রমে অধ্যয়ন উচিত। একজন আদর্শ শিক্ষকই জানেন ভালো ফলাফল করার সব কলা কৌশল। না বুঝে মুখস্থ করা থেকে সব সময় দূরে থাকতে হবে । সৃজনশীল অধ্যায়গুলি বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করতে হবে। পড়াশুনার প্রতি মনোযোগী ও পরিশ্রমী হতে হবে। সব বিষয়গুলির প্রতি সমান সময় দিলে ভালো কিছু করা সম্ভব।

চাঁদপুর টাইমস : তোমার ভবিষ্যৎ লক্ষ্য কি?

অনুপম: আমার আশা আমি নটরডেম কলেজে ভর্তি হবো। সেখান থেকে
ভালো ফলাফল করতে পারলে বুয়েটে ভর্তি হয়ে ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়ন করব।
ইঞ্জিনিয়ার হয়ে নিষ্ঠাবান নাগরিকের দায়িত্ব পালন করে দেশ ও দেশের মানুষের সেবা করতে চাই। তাই আমি সকলের আশীর্বাদ প্রার্থী।

চাঁদপুর টাইমস:
আমাদের অনলাইন নিউজ চাঁদপুর টাইমস সম্পর্কে তোমার মন্তব্য কি?

অনুপম : আমি চাঁদপুর টাইমসের একজন নিয়মিত পাঠক। আমার কাছে সৃজনশীলতা সম্পন্ন তথ্যাদি সম্পর্কিত অনলাইন চাঁদপুর টাইমস অনেক ভালো লাগে।

চাঁদপুর টাইমসের প্রতি আমার আবেদন থাকবে, চাঁদপুরে যেহেতু কোনো শিক্ষামূলুক পোর্টাল নেই তাই চাঁদপুর টাইমসে শিক্ষাকেন্দ্রিক আরো বেশি তথ্য আপডেট করলে আমাদের মতো শিক্ষার্থীদের উপকার হবে।

এতে চাঁদপুর টাইমসের পরিচিতি আরো কয়েক ধাপ এগিয়ে যাবে বলে আমি মনে করছি।

আমার সাক্ষাতকারটি নেয়ার জন্য আমার পরিবার, বিদ্যালয়, সহপাঠী ও এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।

চাঁদপুর টাইমস : চাঁদপুর টাইমসের পক্ষ থেকে তোমাকেও ধন্যবাদ ।

‘একজন আদর্শ শিক্ষকই জানেন ভালো ফলাফলের কৌশল’

About The Author

এম এ শাকূর

: আপডেট, বাংলাদেশ সময় ৭:৪৫ পিএম, ১৭ মে ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply