একই মায়ের গর্ভজাত যমজ সন্তানের জনক দুই ব্যক্তি। শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবে এমন ঘটনা ঘটেছে ভিয়েতনামে। বছর দুয়েকের দুই শিশুর মধ্যে শারীরিক পার্থক্য স্পষ্ট।
যমজ সন্তানদের চেহারায় বড়সড় পার্থক্য দেখে অবাক হয়েছিলেন উত্তর ভিয়েতনামের হোয়া বিন প্রদেশের এক দম্পতি। একজনের মাথার চুল ঢেউ খেলানো, অন্যজনের একদম সোজাসাপ্টা। এছাড়া মাত্র দুই বছর বয়সেই দু’জনের শারীরিক আরও বেশ কিছু তফাত্ চোখে পড়ার মতো। বাবা-মায়ের সন্দেহ, নিশ্চয় হাসপাতালের গাফিলতিতে শিশুবদল হয়ে গিয়েছে।
ধন্দ কাটাতে চিকিত্সকরা দম্পতির ডিএনএ পরীক্ষা সাব্যস্ত করেন। হ্যানয় সেন্টার ফর জেনেটিক অ্যানালিসিস-এ করা পরীক্ষার ফল আরেক দফা চমকে ওঠার পালা। দেখা গিয়েছে, ওই দুই শিশুর মা একজনই। তিনি দুই শিশুকেই গর্ভধারণ করেছেন। কিন্তু তাদের বাবা দু’জন। অর্থাত্ দুই ভিন্ন ব্যক্তির ঔরসে একই মায়ের গর্ভজাত হয়েছিল দুই শিশু।
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৮:১০ অপরাহ্ন, ০৮ মার্চ ২০১৬, মঙ্গলবার
এমআরআর