ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের আটলিয়া গ্রামের র্এক পরিবারের সবাই অন্ধ হতে চলছে । কিন্তু বাস্তবেই এমন ঘটনা । একই পরিবারের ৩ জন সদস্য অন্ধ ও ১ শিশুসহ ১১ জন চোখের রোগে ভুগছে।
মৃত ইয়াছিন মোল্লার ৪ ছেলে এবং এক মেয়ে। তারা হলেন শহিদুল ইসলাম (৬৫), মফিজুল হক (৫৫), আবুল হোসেন (৫০), মনুমিয়া (৪৩) এবং একমাত্র মেয়ে কুলসুমা বেগম (৬৭)।
শহিদুল ইসলামের ৩ মেয়ে। তাদের মধ্যে বড় মেয়ে মুর্সিদা খাতুন (৪০) অন্ধ হয়ে গেছে। দু’ মেয়ে শহিদা বেগম (৩৫) এবং মাসুদা বেগম (৩২) কোনো রকম চোখে ঝাপসা দেখে চলতে পারেন। বড় মেয়ে মুর্সিদা খাতুনেরর বিয়ে হলেও দীর্ঘ দিনের অসুস্থ তার কারণে স্বামী পরিত্যক্ত হয়ে বাড়িতেই আছেন।
মফিদুল ইসলামের রয়েছে ২ ছেলে এবং ৪ মেয়ে। এদের মধ্যে বড় মেয়ে রুপভান (৩৬) এবং মেঝে মেয়ে রশিয়া খাতুন (৩৩) কোনো রকম দেখছেন। আবার মনুমিয়ার ছেলে ইব্রাহিরের ছেলে শাকিব হোসেন (১০) চোখের সমস্যায় ভুগছেন।
নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ২:১০ পিএম,১ অক্টোবন ২০১৭,রোববার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur