Home / সারাদেশ / একই পরিবারের ছয়জনের মধ্যে ৫ জনের প্রাণ গেল আগুনে
পরিবারের

একই পরিবারের ছয়জনের মধ্যে ৫ জনের প্রাণ গেল আগুনে

চট্টগ্রামের রাঙ্গুনিয়া ভয়াবহ আগুনে দুই শিশুসহ একই পরিবারের ছয় সদস্যের মধ্য পাঁচজনই মারা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ৫ নম্বর পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বসাক পাড়ায় খোকন বসাকের বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে।

আগুনে পুড়ে মৃতরা হলেন- খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক (৭০), মা ললিতা বসাক (৬০), স্ত্রী লাকি বসাক (২৫), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে সায়ন্তী বসাক (৬)। পরিবারের বাকি সদস্য খোকন বসাকের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহেদুল রহমান তালুকদার জানান, স্থানীয় সবজি ব্যবসায়ী খোকন বসাকের বাড়িতে রাত আড়াইটার দিকে আগুন লাগে। বাড়িতে শুকনো পাতা দিয়ে রাতের রান্না হয়েছিল। পরে সেই আগুন পুরোপুরি নিভিয়ে না যাওয়ায় তা থেকে আগুন ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জাহেদুল রহমান তালুকদার জানান, বাড়িতে একটিই দরজা। সেই দরজার মুখে একটি সিএনজি চালিত অটোরিকশায়ও আগুন লাগে। ধারণা করা হচ্ছে অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। যার কারণে কেউ ঘর থেকে বের হতে পারেননি। গভীর রাত হওয়ায় প্রতিবেশী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী আসার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ভোররাত ৪টার দিকে আগুন নেভানো হয়। এঘটনায় পাঁচজন মারা গেছেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিল্কি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বার্তা কক্ষ, ১৩ জানুয়ারি ২০২৩