Home / বিশেষ সংবাদ / একইসঙ্গে সন্তানসম্ভবা ১৬ নার্স!
একইসঙ্গে সন্তানসম্ভবা ১৬ নার্স!

একইসঙ্গে সন্তানসম্ভবা ১৬ নার্স!

অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে, অ্যারিজোনা অঙ্গরাজ্যে। ওই অঙ্গরাজ্যের একটি হাসপাতালের ১৬ জন নার্স একসঙ্গে সন্তানসম্ভবা হয়েছেন।ওই হাসপাতালের নার্সরা জানিয়েছেন, গর্ভবতী নার্সদের ১০ শতাংশই আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) কর্মরত রয়েছেন। এত নার্স গর্ভবতী হওয়ার বিষয়টি রোগীদেরও নজরে এসেছে।

তারা জানান, ওই গর্ভবতীদের মধ্যে প্রথমজন সেপ্টেম্বরে সন্তান জন্ম দেবেন বলে আশা করা হচ্ছে। আর সর্বশেষ জন মা হবেন আগামী বছরের জানুয়ারি মাসে।

গর্ভবতী নার্সদের একজন রোশেল শারমান। সন্তান জন্ম দিতে আর এক মাসের বেশি সময় বাকি আছে তার।

শারমান বলেন, একটি ফেসবুক গ্রুপ করার পরই বুঝতে পারি আমাদের মধ্যে এই বিশাল সংখ্যক গর্ভবতী।

তিনি মজা করে বলেন, মনে হচ্ছে আমাদের মধ্যে এ বিষয়ে কোনো গোপন চুক্তি ছিল।

এদিকে, গর্ভবতী হওয়ায় বিভিন্ন সংক্রামক রোগসহ ক্যানসারের মতো রোগীদের সেবা করতে পারছেন না এই নার্সরা। তবে অন্য নার্সরা তাদের সাহায্যে এগিয়ে আসছেন। বিবিসি

Leave a Reply