এই সরকারের আমলে বিএনপি কখনো নির্বাচনে যাবে না: সেলিম ভৃঁইয়া

চাঁদপুরের হাজীগঞ্জে বহু বছর পর হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভৃঁইয়া বলেন, ৭৪ সালের দুর্ভিক্ষর চেয়ে দেশ আজ ভয়াবহ অবস্থায় রুপ নিয়েছে। সেজন্যে  পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের মানুষের দাবি উঠেছে এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করা।

চলতি ২০২২ সালে আওয়ামী লীগ সরকারের পতন হবে। ২০২৩ সালে বিএনপি সরকার ক্ষমতা নিয়ে জনগনের দুর্ভোগ লাগব করবে। তাই আমরা রাজপথে থেকে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তির লক্ষে এক হয়ে আন্দলন  শামিল হওয়ার আহবান জানাই। চাঁদপুর- ৫  আসনের প্রতিনিধি তথা তারেক রহমানের প্রতিনিধি হিসাবে ইঞ্জি. মমিনুল হক আছেন, থাকবেন এবং তার হাত ধরেই এ আসন বিএনপির সংসদ সদস্য পাবেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা, কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, হাজীগঞ্জ- শাহারাস্তি আসনের মুখ্যপাত্র লায়ন ইঞ্জি. মমিনুল হক বলেন,
আন্দলন সফল করে আমরা ঘরে ফিরবো,
এ সরকারের আমলে বিএনপি কখনো নির্বাচনে যাবে না। তাদের কোন কথা আজ দেশের মানুষ বিশ্বাস করে না। তাই জনগনের ভোটে বিএনপি আগামি দিনে সরকার গঠন করবে।

২৭ আগস্ট শনিবার কেন্দ্রীয় বিএনপির কর্মসৃচি অংশ বিশেষ হিসাবে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা  হাজীগঞ্জ বাজারে সর্বকালের সেরা মিছিলের আয়োজন করে। পরে হাজীগঞ্জ কচুয়া সড়কের পাশে বিএনপির আয়োজিত জনসভার সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি নাজমূল আলম চৌধুরী ও সঞ্চলনা করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এম এ রহিম পাটোয়ারি।

এ সময় গুরুত্ববহ বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল উদ্দিন চৌধুরী, মো. রফিক সিকদার, কাজী রফিকুল ইসলাম, মো. রফিক, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা খান সফরী, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মাও. নজরুল ইসলাম তালুকদা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজীগঞ্জ ইমাম হোসেন, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম ভুট্টো।

ওই সময় উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান কানু পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নুরুন্নবী সম্রাট, সহ-সভাপতি মো. হাজী মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন সাবু, উপজেলা যুবদলের আহবায়ক মো. আকতার হোসেন দুলাল, যুগ্ন-আহবায়ক মো. হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের আহবায়ক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব মো. মিজানুর রহমান সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু চৌধুরী, উপজেলা মৎস্য দলের সভাপতি মো. ইমান হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি মো, রাশেদ আলম হীরা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. ফয়সাল হোসাইন, সদস্য সচিব মো. জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক মো. আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৭ আগস্ট ২০২২

Share