Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / এই বিজয় শেখ হাসিনার উন্নয়নের বিজয় : মায়া চৌধুরী
বিজয়

এই বিজয় শেখ হাসিনার উন্নয়নের বিজয় : মায়া চৌধুরী

চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ আরিফ উল্লাহ সরকার তার এ বিজয়ে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে।

ছেংগারচর পৌরসভা নির্বাচনের ফল ঘোষণার পর সোমবার (১৭ জুলাই) রাতে মতলব উত্তরের মোহনপুরে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নিজ বাসভবন আলী ভিলায় তার আশীর্বাদ ও দোয়া নিতে দেখা করতে যান নবনির্বাচিত মেয়র আলহাজ্ব আরিফ উল্লাহ সরকার।

সে সময় নবনির্বাচিত মেয়র ও দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, এ বিজয় বঙ্গবন্ধুর স্বপ্নের বিজয়। এ বিজয় শেখ হাসিনার উন্নয়নের বিজয়। এই বিজয় শেখ হাসিনার বিজয়, এই বিজয় ছেংগারচর পৌরবাসীর বিজয়। এ বিজয় সন্ত্রাসের বিরুদ্ধে জনতার বিজয়। এ বিজয় ছেংগারচর পৌরসভার উন্নয়নের পথে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই বিজয়ের ধাবাহিকতা সামনের জাতীয় সংসদ নির্বাচনে বজায় রাখতে হবে।
সেখানে উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করা ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সদস্য এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

এসময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, এই বিজয়ের মহানায়ক হলো দিপু (সাজেদুল হোসেন চৌধুরী দিপু)। তিনি বলেন, আমি নির্বাচন নিয়ে ঘরে বসে কাজ করেছি। আর দিপু মাঠ থেকে প্র্যাকটিক্যাল কাজ করেছে। এটা তার জন্য একটি টেস্ট কেস হয়েছে। সে কয়েকটা দিন সকাল থেকে রাত পর্যন্ত অঅওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আরিফকে বিজয়ী করার জন্য গণসংযোগ,পথসভা,উঠান বৈঠক করে পৌরসভার উন্নয়নের স্বার্থে ভোট প্রার্থণা করেছেন। সে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের সমস্ত নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে দলীয় প্রার্থীকে বিজয় করতে সক্ষম হয়েছে। এতে প্রমাণিত হয়েছে, দিপু পারবে, ইনশাআল্লাহ।

মেয়র আরিফসহ উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমরা এখন সবাই মিলে দলকে এগিয়ে নিয়ে যাবে। সবসময় মনে রাখবে- ওপরে আল্লাহ, তারপর শেখ হাসিনা আর আমরা নৌকা। তোমার বয়স কম,অল্প বয়সে মেয়র হয়েছো এটা তোমাকে ধরে রাখতে হবে। মানুষকে সম্মান দিবে। পৌরবাসীর সত্যিকারের সেবক হয়ে জনগণের মনজয় করতে পারলে তোমার ভবিষ্যৎ আরো উজ্জল হবে। পৌরসভার উন্নয়নে যে কোনোর সহযোগিতা চাইলে আমি তোমার পাশে আছি এবং থাকবো।
এসময় ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সদস্য এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু,বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড.হুমায়ন কবির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, উপজেলা যুবলীগের সদস্য হাসান মোর্শেদ আহার চৌধুরী,কলাকান্দা ইউপির চেয়ারম্যান আঃ ছোবহান সরকার সুভা,ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন খান,সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, উপজেলা শ্রমিকলীগ নেতা শামীম প্রধান, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি নাইমুল হাসান লাভলু, সাধারণ সম্পাদক শাহিন চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৭ জুলাই সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নির্বাচন সুষ্ঠু,অবাধ ও কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই প্রথম ইভিএমে অনুষ্ঠিত হয় উপজেলার ছেংগারচর পৌরসভার ভোট গ্রহণ।

পৌরসভার ১৬টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফল অনুসারে নৌকা প্রতীকের প্রার্থী আরিফ উল্লাহ সরকার পেয়েছেন ১৩ হাজার ৬ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীক নিয়ে নুরুল হক সরকার পেয়েছেন ৬ হাজার ৩শ’ ৪৭ ভোট । অর্থাৎ নিকটতম প্রার্থী থেকে আরিফ ৬ হাজার ৬শ’৫৯ ভোট বেশি পেয়ে জয়যুক্ত হয়েছেন। এছাড়া জাতীয় পাটির মেঃ সেলিম মিয়া লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪শ’৩৬ ভোট, আরেক স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াদুদ মাস্টার মোবাইল ফোন প্রতীক পেয়েছে ১ হাজার ৬শ’৬৯ ভোট।

তিনজন সংরক্ষিত মহিলা কাউন্সিলররা হলেন, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সালমা পাটোয়ারী (চশমা), ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের আকলিমা বেগম (আনারস) এবং ৭, ৮ ও ৯ ওয়ার্ডের নুরুন নাহার (আনারস) নির্বাচিত হয়।
এছাড়া সাধারণ কাউন্সিলররা হলেন, ১ নং ওয়ার্ডের সবুজ মিয়া, ২ নং ওয়ার্ডের মোঃ হারিছ খান, ৩ নং ওয়ার্ডের মোঃ জাহাঙ্গীর আলম , ৪ নং ওয়ার্ডের মোঃ শাহজালাল মুফতী , ৫ নং ওয়ার্ডের আব্দুল মান্নান বেপারী, ৬ নং ওয়ার্ডের আমান উল্লাহ সরকার , ৭ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন, ৮ নং ওয়ার্ডের শাহজাহান মোল্লা ও ৯ নং ওয়ার্ডের বোরহান উদ্দিন কাউন্সিলর নির্বাচিত হয়।

পৌরসভার নির্বাচনে মেয়র পদে চারজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ১৮ জুলাই ২০২৩