বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর তার ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্রকে নিয়ে এবারই প্রথমবার টেলিভিশনের পর্দায় হাজির হবেন।
রোববার (১৯ জুন) বাবা দিবস উপলক্ষে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে সকাল ১০টা৩০ মিনিটে আয়োজন করা হয়েছে বিশেষ লাইভ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই প্রথমবারের মতো দেখা যাবে পিতা-পুত্রের জমপেশ আড্ডা।
এ প্রসঙ্গে আসিফ জানান, ‘মাঝেমধ্যেই বিভিন্ন টিভি চ্যানেল থেকে ফোন আসে বউ-বাচ্চা নিয়ে অনুষ্ঠান করার জন্য। কিন্তু ওদের (পরিবারের) কোনো আগ্রহ নেই, আমিও বলে বলে বিরক্ত ক্লান্ত।
টিভি প্রডিউসাররাও নাছোড়বান্দা। এতো দিন অজুহাত ছিলো দুই ছেলে খুলনায় পড়ে, যে কারণে টাইমিং মেলে না। কিন্তু ছোট ছেলে রুদ্র বর্তমানে বাসায়ই আছে, কলেজে ভর্তির প্রক্রিয়া শেষ হলেই ক্লাস শুরু হয়ে যাবে। তাই আগামী ১৯ তারিখ বাবা দিবসে বাংলাভিশনে যাচ্ছি আমি আর আমার ছোট ছেলে রুদ্র।’
প্রসঙ্গত, আসিফের দুই ছেলে। ছোট ছেলে সাফায়াত আসিফ (রুদ্র) খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এবং বড় ছেলে সাফকাত আসিফ রণ এবারের এইচএসসি পরীক্ষার্থী।
নিউজ ডেস্ক ।। আপডেট ৬:৪০ পিএম,১৮ জুন ২০১৬,শনিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur