বিনোদন ডেস্ক:
ইন্দো-কানাডিয়ান বংশদ্ভুত অভিনেত্রী সানি লিওন, জিসম-২ দিয়ে বলিউডে তার যাত্রা শুরু; অতীতে পর্নো ব্যবসার সাথে জড়িত থাকায় এখন পর্যন্ত বলিউডের প্রথম সারির কোনো অভিনেতার সাথে অভিনয়ের সুযোগ না পেলেও নিজের জায়গা ঠিকই পোক্ত করেছেন ইন্ডাস্ট্রিতে। এবার তিনি ‘এইচআইভি’ বিষয়ে হুঙ্কার দিলেন গুটা ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিকে!
জানা গেছে, ‘এইচআইভি’ টেস্ট না করলে ভারতীয় কোনো অভিনেতার বিপরীতে সিনেমায় অভিনয় করবেন না বলে স্রেফ জানিয়ে দিয়েছেন অভিনেত্রী সানি লিওন। তার সঙ্গে ছবি করতে গেলে ‘এইচআইভি’ টেস্ট করানো মাস্ট। তা না হলে তিনি ছবি সই করবেন না।
সানি লিওনের এমন উক্তি নিয়ে নাকি বলিউডে রীতিমত সমালোচনার ঝড় বইছে। অনেকেই অবশ্য সানির এমন প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন, কিন্তু ভেতরে ভেতরে সবাই নাকি সানির এমন ধৃষ্ঠতায় নাখোশ!
অন্যদিকে সানি লিওনের স্বামী মাইকেল ওয়েবার অবশ্য বলছেন ভিন্ন কথা। সানির নামে বলিউডে দুর্ণাম ছড়াতেই এমন গুজব ছড়ানো হচ্ছে, সানি কখনোই এমন কথা বলেনি বলেও মন্তব্য করেন ওয়েবার।
উল্লেখ্য, হলিউডে আগে থেকেই ‘এইচআইভি’ টেস্ট করিয়ে লাভ সিনের ছবিতে অভিনয় করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। যদিও হলিউড এবং বলিউডের পরিবেশ একরকম নয়।
চাঁদপুর টাইমস- ডিএইচ/2015।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur