Home / চাঁদপুর / ৯ দিনে দু’লক্ষাধিক মিটার কারেন্ট জালসহ ২৯ জেলে আটক
meghna-obijan
ফাইল ছবি

৯ দিনে দু’লক্ষাধিক মিটার কারেন্ট জালসহ ২৯ জেলে আটক

চাঁদপুরে জেলা টাস্কফোর্স গত ৯ দিন মেঘনা নদীর চাঁদপুর নৌ-সীমানায় ব্যাপক অভিযান চালিয়ে ২৯ জন জেলে ২ লক্ষ ৮৬ হাজার মিটার কারেন্ট জাল ও ১শ ৯৭ কেজি ইলিশ জব্দ করেছে।

প্রত্যেক জেলেকে বিভিন্ন মেয়াদে ২বছর ও ১বছর করে সাজা ও জরিমানা করা হয়েছে। মা ইলিশ রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারীর মধ্যে ইলিশ শিকার বিরোধী অভিযানে মেঘন্া নদী হতে জেলা টাস্কফোর্স শুক্রবার ৪ জন জেলেকে মাছ শিকার অবস্থায় আটক করেছে।
এদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালত জেলা প্রশাসনের নিবার্হী ২ বছর করে সাজা প্রদান করেন।

জেলা মৎস্য কর্মকতা মো: শফিকুর রহমান জানান, ‘জেলা টাস্কফোর্স অভিযানে এ পর্যন্ত ২ লক্ষ ৮৬হাজার মিটার কারেন্ট জাল ১শ ৯৭ কেজি ইলিশ জব্দ করেছে। এসব ইলিশ সরকারি শিশু সদনে দিয়ে দেয়া হয়েছে। ’

শুক্রবার মেঘনা নদীতে ৪টি মোবাইল কোর্ট ৪টি অভিযান, ৬টি মাছ ঘাট পরিদর্শন, ১৭টি আড়ৎ পরিদর্শন ও ৮টি বাজার পরিদর্শন করে। এ সময় ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

ইতোমধ্যে চাঁদপুরের ৭টি বরফকল বন্ধ রাখা হয়েছে। নদীতে কোস্টগার্ডের দুইটি টিম দিনে ও রাতে টহল দিচ্ছে। এছাড়া নৌ -পুলিশ, জেলা প্রশাসনের নৌ-টিম ও মৎস্য বিভাগের মোবাইল টিম পৃথক পৃথকভাবে নদীতে টহল দিচ্ছে।

৯ দিনে দু’লক্ষাধিক মিটার কারেন্ট জালসহ ২৯ জেলে আটক

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম

Leave a Reply