Home / শীর্ষ সংবাদ / এইচএসসি শুরু : কুমিল্লা শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে এক লাখ ১ হাজার ৭৫০ শিক্ষার্থী
এইচএসসি

এইচএসসি শুরু : কুমিল্লা শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে এক লাখ ১ হাজার ৭৫০ শিক্ষার্থী

বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যদিয়ে আজ সকাল ১০টায় থেকে কুমিল্লাসহ দেশের সবকটি শিক্ষাবোর্ডের অধীনে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবছর কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া এই ছয় জেলার মোট ৪৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ১ হাজার ৭৫০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট১৯২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি। এবছর ৪২ হাজার ৭৪১ জন ছাত্র এবং ৫৯ হাজার ৯ জন ছাত্রী। বিভাগ অনুযায়ী মানবিকে সবচেয়ে বেশি অংশ নিচ্ছেন ৪৭ হাজার ৯৫৮ জন, ব্যবসায় শিক্ষায় ২৭ হাজার ৫৫৪ এবং বিজ্ঞান বিভাগে সবচেয়ে কম ২৬ হাজার ২৩৮ জন।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কবির উদ্দিন আহমেদ জানান, নকল প্রবণতা ও অনিয়ম ঠেকাতে এই পরীক্ষায় থাকছে না নিজস্ব ‘ভ্যেনু সেন্টার’। এতে করে কেউ কোনো কেন্দ্রে প্রভাব বিস্তার করতে পারবেন না। এছাড়া কেন্দ্র সচিব ও পরিদর্শকগণও যেন কোন ধরনের অনিয়মে জড়িয়ে না পড়েন সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম জানান, নকল ও প্রশ্নফাঁস রোধে আমরা আগের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছি। নকল ঠেকাতে প্রতিটি জেলায় কুমিল্লা বোর্ডের ভিজিলেন্স টিমসহ প্রশাসনিক ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো সর্বোচ্চ কঠোর থাকবে। প্রশ্নপত্র স্থানীয় প্রশাসনের জিম্মায় সরবরাহ করা হবে।

এছাড়া কেন্দ্রগুলোতে পুলিশ ও প্রশাসনের তত্ত্বাবধানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষায় নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

এদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) ঝরে পড়েছে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী, যা ৫ ভাগের ১ ভাগ। গতবারের চেয়ে এবার ঝরে পড়ার সংখ্যা কমেছে, তবে হার প্রায় একই। গতবছর ঝরে পড়েছিল ২৯ হাজার ২০৪ জন। কুমিল্লা বোর্ড থেকে জানা গেছে, চলতি বছর কুমিল্লা বোর্ডে ১ লাখ ২৭ হাজার ১৯০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও শেষ পর্যন্ত পরীক্ষার জন্য ফরম পূরণ করেননি ২৫ হাজার ৪৪০ জন।

কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম বলেন, অনেক শিক্ষার্থী বিদেশে চলে গেছে। কেউ কেউ পারিবারিক কারণে-যেমন বিয়ে কিংবা আর্থিক সমস্যার জন্য পরীক্ষায় অংশ নিতে পারবে না। এ কারণে ফরম পূরণ না করেই তারা বাদ পড়েছে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২৬ জুন, ২০২৫