Home / চাঁদপুর / চাঁদপুরে এইচএসসি ফলাফলে ধস, পাশের হার ৪৮.৫৫ শতাংশ
এইচএসসি

চাঁদপুরে এইচএসসি ফলাফলে ধস, পাশের হার ৪৮.৫৫ শতাংশ

চাঁদপুর জেলায় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় ঘটেছে। জেলায় গড় পাশের হার দাঁড়িয়েছে মাত্র ৪৮.৫৫ শতাংশ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। তবে আলিম ও ভোকেশনাল শাখায় ফলাফল তুলনামূলকভাবে ভালো বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা যায়, চাঁদপুর জেলার ৬৯টি কলেজের ১৪,৩৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬,৯৫৭ জন। জিপিএ-৫ অর্জন করেছে ২৭৬ জন শিক্ষার্থী। পাশের হার ৪৮.৫৫ শতাংশ।

অন্যদিকে, আলিম পরীক্ষায় জেলায় ৯৭টি মাদ্রাসার ২,৫০৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, এর মধ্যে ১,৬৬০ জন উত্তীর্ণ এবং ৪৪ জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার দাঁড়িয়েছে ৭০.২৩ শতাংশ।

এইচএসসি ভোকেশনাল শাখায় ১১টি প্রতিষ্ঠানের ৯৯২ জন শিক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে উত্তীর্ণ হয় ৭৪৫ জন এবং ২৭ জন জিপিএ-৫ অর্জন করে। পাশের হার ৭৫.১০ শতাংশ।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কেউই উত্তীর্ণ হয়নি।

চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, “আমাদের শিক্ষার্থীরা জিপিএ-৫ পেতে ভালো করেছে, তবে সার্বিক ফল আশানুরূপ নয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় আগামীতে আমরা আরও ভালো ফল অর্জন করব, ইনশাআল্লাহ।”

চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ জানান, “আমরা নিয়মিত ক্লাস, পরামর্শ ও প্রস্তুতি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করেছি। তবুও প্রত্যাশিত ফল পাইনি। আমাদের লক্ষ্য ছিল শতভাগ পাশ নিশ্চিত করা।”

জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ চাঁদপুর টাইমসকে বলেন, “জাতীয় গড়ের তুলনায় চাঁদপুরের ফল সন্তোষজনক না হলেও পরিস্থিতি বিবেচনায় ভালো। জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কঠোর তদারকির কারণে সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ কারণেও কিছু শিক্ষার্থী প্রস্তুতি ঘাটতিতে ভুগেছে।”

তিনি আরও জানান, “কোভিড পরবর্তী শিখন প্রক্রিয়ার ঘাটতি এবারের ফলাফলে প্রভাব ফেলেছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে মোবাইলসহ সব ডিজিটাল ডিভাইস ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। আমরা আশাবাদী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হার ও শিক্ষার মান উভয়ই উন্নত হবে।”

প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব/
১৬ অক্টোবর ২০২৫