এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষনা- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ১৯ জুলাই প্রকাশিত হচ্ছে। ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেয়ার মাধ্যমে ফল প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে সব কলেজ-মাদ্রাসা, এসএমএস ও অনলাইনে ফল জানা যাবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মুহা. জিয়াউল হক যুগান্তরকে বলেন, ১৯ জুলাই ফল প্রকাশের প্রস্তুতি নিয়ে আমরা এগুচ্ছি। ২ এপ্রিল এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৩ মে। ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২৩ মে শেষ হয়। সেই হিসাবে ৫৮ দিনে ফল প্রকাশ করা হচ্ছে।
এবার সারা দেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সাধারণ আট বোর্ডে শিক্ষার্থী ছিল ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন। মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১২৭ জন। এছাড়াও কারিগরি শিক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১৭ হাজার ৭৫৪।
প্রসঙ্গত, চলতি বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এবার ১৩ লাখ ১১ হাজার ৪শ’৫৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। ২ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত এইচএসসি’র তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর ১৪ থেকে ২৩ মে ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানান,৬০দিন গননা হবে ২৩ মে থেকে। সে হিসেবে ৬০ দিন পূর্ণ হবে ২৩ জুলাই।
বার্তা কক্ষ
আপডেট, বাংলাদেশ সময় ১১:২০ এ.এম, ০৫ জুলাই ২০১৮, বৃহসস্পতিবার
এ.এস