চাঁদপুরে চলমান ২০১৮ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৬২ জন অনুপস্থিত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষায় প্রথম দিনে চাঁদপুরের ৫১টি কেন্দ্রে ১শ’ ৬২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।
জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চাঁদপুরে এসএসির ৩৩টি কেন্দ্রে বাংলা (আবশ্যিক প্রথম পত্র) বিষয়ে মোট ১২হাজার ৯৫ জন শিক্ষার্থীর মধ্যে ১২হাজার ৫জন। অনুপস্থিত ৯০জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের (আলিম) ১১টি কেন্দ্রে কোরান মাজিদ বিষয়ে ২হাজার ৬শ’ ৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২হাজার ৬শ’ ৫জন অংশ নেয়। অনুপস্থিত ৬১জন।
কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল ৭টি কেন্দ্রে বাংলা-২ বিষয়ে ৯শ’৩৩ জন পরীক্ষর্থীর মধ্যে ১১ জন এবং উপস্থিত ছিলো ৯শ’২২জন
তবে কাউকে বহিস্কারের কোনো খবর পাওয়া যায়নি।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ৯: ১১ পিএম, ২ এপ্রিল ২০১৮, সোমবার
ডিএইচ