চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চলতি বছরের কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলীম পরীক্ষায় দেড় সহস্রাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার এইচএসসি ও আলীম পরীক্ষায় ৬টি কলেজ থেকে ১হাজার ৫শ ১৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- মতলব ডিগ্রি কলেজের পরীক্ষার্থী সংখ্যা ৩৭৬ জন, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ ২১৩ জন, নারায়নপুর ডিগ্রি কলেজ ৩৬৬ জন, মুন্সিরহাট কলেজ ১৪৮, ড.এম সামছুল হক মডেল কলেজ ২৩ জন, মুন্সী আজিম উদ্দিন কলেজ ১০৭ জন।
অপরদিকে ৭টি মাদ্রাসার ২৮৩ জন পরীক্ষার্থী মতলব দারুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অংশগ্রহণ করবে।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
আপডেট, বাংলাদেশ সময় ০৩: ৩৭ এএম, ৩১ মার্চ ২০১৭, শুক্রবার
ডিএইচ