Home / চাঁদপুর / এইচএসসি’র ফল প্রকাশ আজ, চাঁদপুরে পরীক্ষার্থী ২১৯০৮ জন
এইচএসসি

এইচএসসি’র ফল প্রকাশ আজ, চাঁদপুরে পরীক্ষার্থী ২১৯০৮ জন

আজ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। এবারও ঘরে বসেই মোবাইলে ফোনে এবং ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে। শিক্ষা বোর্ড থেকে ফল প্রকাশ হওয়ার পর এসএমএসের মাধ্যমে জানা যাবে। প্রতি এসএমএস’র জন্য ২ টাকা ৬৭ পয়সা খরচ হবে। এসএমএসে সাধারণ শিক্ষা বোর্ডের ফল পেতে HSC<>বোর্ড<>রোল<>সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে।

চাঁদপুরে এবার এইচ এসসি ও সমমানের ৫২ কেন্দ্রে অংশ নিয়েছে ২১ হাজার ৯শ ৮ জন পরীক্ষার্থী।

চাঁদপুর জেলা প্রশাসনের শিক্ষা শাখার সূত্রমতে, জেলায় এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৬শ ৫২ জন এবং কেন্দ্র ৩৪টি, মাদ্রাসা বোডের্র আলিম পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৯শ’৪ এবং কেন্দ্র ১১ টিতে পরীক্ষা দিয়েছে।

ব্যবসা ব্যবস্থাপনা পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২শ’ ৯১ জন ও কেন্দ্র ৬টি এবং ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ৬১ জন ও কেন্দ্র ১টিতে পরীক্ষা দিয়েছে।

এসএমএসের নিয়ম :

উদাহরণ: HSC DHA 123456 2022 টাইপ করে এসএমএস পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। এসএমএস পাঠালেই ফল পাওয়া যাবে।

মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য HSC<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে হবে ১৬২২২ নম্বরে।

টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য HSC<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিতে ১৬২২২ নম্বরে।

আর অনলাইনে ফল পাওয়া যাবে http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে।

রবিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল মাধ্যমে ফলাফলের পরিসংখ্যান তুলে দেবেন। এরপর থেকেই ফল পাওয়া যাবে।

স্টাফ করেসপন্ডেট, ১২ ফেব্রুয়ারি ২০২২