চাঁদপুরে এইচএসসিতে প্রথম দিনে অনুপস্থিত ২০৯, বহিষ্কার ৩ পরীক্ষার্থী

চাঁদপুর জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে রোববার অনুপস্থিত ছিলেন ২০৯ জন পরীক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে তিন জন। এর মধ্যে এইচএসসি ৩৪ কেন্দ্রের মধ্য অনুপস্থিত ১৩৯ জন ও মাদ্রাসা আলিম পরীক্ষায় ১১ কেন্দ্রের ৭০ জন।

বহিষ্কার নারায়ণপুর ডিগ্রী কলেজে একজন, মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় একজন ভোলদীঘি কামিল মাদ্রাসা কেন্দ্র শাহারাতি একজন অসাধুপায়ে অবলম্বনের দায় বহিষ্কার হয়।।

চাঁদপুর জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি বিভাগ সূত্রে তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, এ বছর চাঁদপুর জেলায় সর্বমোট এইচএসসি পরীক্ষার্থী সংখ্যা ১৬ হাজার ১২০জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ২ হাজার ৫শ’ ৭৮জন, এইচএসসি ভোকেশনাল ১১৬ জন ও এইচএসসি বিএম ৬১৭জন।

জেলার ৮ উপজেলার এইচএসসি পরীক্ষা কেন্দ্র ৩৪টি এবং পরীক্ষার্থী সংখ্যা হচ্ছে ১৬ হাজার ১২০জন। মাদ্রাসা বোর্ডের উপজেলা ওয়ারী আলিম পরীক্ষা কেন্দ্র হচ্ছে ১১টি এবং পরীক্ষার্থী সংখ্যা হচ্ছে ২ হাজার ৫শ ৭৮ জন।

স্টাফ করেসপন্ডেট, ১ জুলাই ২০২৪

Share