মতলব উত্তর

উন্মুক্তের এইচএসসি পোগ্রাম জালিয়াতি : দু’শিক্ষককে অব্যহতি

চাঁদপুর টাইমসসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এইচএসসি প্রোগ্রামের মতলব ডিগ্রি কলেজ কেন্দ্রের সমন্বয়কারী ও কলেজের অধ্যক্ষ মো.আব্দুস সামাদ এবং স্টাডি সেন্টারের টিউটর জিএম হাবিব খানকে অব্যাহতি প্রদান করেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্প্রতি স্বারক নং বাউবি/কুরিসে-৩/এইচএসসি-৪/৯৯/২১৩ এর মাধ্যমে তাদের অব্যাহতি দেওয়া হয়।

বাউবি’র কুমিল্লা অঞ্চলের পরিচালক মোহাম্মদ ফরিদুল আলম স্বাক্ষরিত ওই চিঠি থেকে জানা যায়, বিভিন্ন অনিয়মের কারণে বাউবির এইচএসসি প্রোগ্রামের স্টাডি সেন্টারের সমন্বয়কারী মতলব ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.আব্দুস সামাদ এবং স্ট্রাডি সেন্টারের টিউটর ও কলেজের সহকারী অধ্যাপক জিএম হাবিব খানকে যথাক্রমে সমন্বয়কারী ও টিউটর এর দায়িত্ব ও বাউবির সকল কার্যক্রম থেকে অব্যহতি দেয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ মো.আব্দুস সামাদ অব্যাহতি পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ‘এখন থেকে প্রভাষক কামাল হোসেন প্রোগ্রামের সমন্ময়কারী হিসেবে দায়িত্ব¡ পালন করছেন।’
সদ্য দায়িত্বপ্রাপ্ত সমন্ময়কারী প্রভাষক কামাল হোসেন বলেন, ‘দায়িত্ব পেয়েছি, ভুগোল বিষয়ে নারায়নপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রনঞ্জিত বসু দায়িত্ব পাচ্ছেন।’
প্রসঙ্গত, ‘গত বছর ১০ নভেম্বর ও ১৮ নভেম্বর বাউবি’র এইচএসসি পরীক্ষার ভূগোল বিষয়ের ব্যবহারিক পরীক্ষার বিভিন্ন অনিয়ম নিয়ে চাঁদপুর টাইমসসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সে সূত্রে ধরে এবং স্টাডি সেন্টারের ভূগোলের প্রদর্শক অশোক কুমার রায়ের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে তদন্ত করেন।

তদন্তে বিভিন্ন অনিয়মের বিষয়টি উঠে আসায় তাদের এইচএসসি প্রোগ্রাম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা যায়।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ০০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭, রোববার
ডিএইচ

Share