Home / জাতীয় / দেশে ৪ হাজার ৭শ’ ব্যক্তি এইচআইভিতে আক্রান্ত

দেশে ৪ হাজার ৭শ’ ব্যক্তি এইচআইভিতে আক্রান্ত

দেশে বর্তমানে এইচআইভি আক্রান্ত রুগীর সংখ্যা ৪ হাজার ৭শ’২১ জন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার (৭ ডিসেম্বর ) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মোহা. গোলাম রাব্বানীর এক প্রশ্নের জবাবে এ বিষয়ে তিনি জানান, চলতি বছরের অক্টোবর পর্যন্ত ৭শ’৯৯ জন এইচআইভি রোগে মারা গেছেন। ফলে জীবিত রোগীর সংখ্যা ৩ হাজার ৯শ’২২ জন।

ঢাকা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে অভিবাসী ও শিরায় নেশা গ্রহণকারীদের মধ্যে এর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে ।

স্বাস্থ্যমন্ত্রী সরকারি দলের এ কে এম রহমাতুল্লাহর অপর এক প্রশ্নের জবাবে বলেন, ক্যান্সার রোগ চিকিৎসার পরিধি বৃদ্ধি,সহজলভ্য ও মানোন্নয়নে সরকার ইতোমধ্যেই বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। বাসস।

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৮:৩৮ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৬, বুধবার
এইউ

Leave a Reply