চাঁদপুরের ৮ উপজলোয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ২০২১-‘২২ অর্থবছররে জুন পর্যন্ত ২১৬ কোটি ২১ লাখ ৫২ হাজার টাকা কৃষিঋণ ও দারিদ্রবিমোচন খাত থেকে আদায় করেছে এবং ৫৬২ কোটি ৩৯ লাখ ৪৪ হাজার টাকা আরও বকেয়া রয়েছে বলে জেলা কৃষি ঋণ কমিটির এক প্রতিবেদন সূত্রে জানা গেছে ।
ওই সব ব্যাংকে ২০২১-‘২২ র্অথবছরে বরাদ্দ রয়েছে ৩৪৩ কোটি ৫৩ লাখ ৮৮ হাজার টাকা বলে ব্যাংকগুলোর মাসিক এক প্রতিবেদন সূত্রে জানা গেছে ।
সংশিষ্ট ব্যাংকের আঞ্চলকি র্কাযালয়ের সূত্র মতে, ৯সোনালী ব্যাংকের ২০টি শাখার মাধ্যমে জুন পর্যন্ত কৃষিঋণ ও দারিদ্রবিমোচন আদায় করেছ ১৩ কোটি ৩৮ লাখ ২২ হাজার টাকা, অগ্রণী ব্যাংকরে ২১ টি শাখার মাধ্যমে ১৮ কোটি ৭৬ লাখ ৮১ হাজার টাকা, জনতা ব্যাংকরে ১৫ টি শাখার মাধ্যমে ৪ কোটি ৮০ লাখ ৯২ হাজার টাকা, বাংলাদশে কৃষি ব্যাংকরে ২৮টি শাখার মাধ্যমে ৯৯ কোটি ৮৭ লাখ টাকা।
কর্মসংস্থান ব্যাংকরে ৪টি শাখার মাধ্যমে ১৪ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার টাকা, রূপালী ব্যাংকে মাধ্যমে ২ কোটির ৪২ লাখ ৭৫ হাজার টাকা এবং বেসিক ব্যাংক ১ কোটি ৫৭ লাখ ৫১ হাজার টাকা বিতরণ করে ।
এসব ব্যাংকগুলোতে বকেয়া রয়েছে ৫১৩ কোটি ১৯ লাখ ৫ হাজার টাকা ।
জেলার বেসরকারি ২৪ টি ব্যাংক আদায় ৬১ কোটি ৬৯ লাখ ৮২ হাজার টাকা।
এ দিকে ওই সব ব্যাংকরে শাখাগুলোতে ২০২১-‘২২ র্অথবছরে জুন পর্যন্ত বকেয়া রয়েছে ৪৯ কোটি ২০ লাখ ৩৯ হাজার টাকা বিভিন্ন গ্রাহকদরে কাছ থেকে আদায় করেছে।
অগ্রণী ব্যাংকের একজন ব্যাংক কর্মকর্তা জানান, ‘বিভিন্ন শ্রেণিভিত্তিক ঋণ আদায়ে অগ্রণী ব্যাংক গ্রাহকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ব্যাংক কর্মকর্তগণ যেমন ঋণ আদায় করছে তেমনি তাৎক্ষণিক ঋণ প্রদানও করে যাচ্ছে।’
আবদুল গনি,
২১ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur