বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের একটি বিশেষায়িত ব্যাংক। দেশের কৃষি উৎপাদন ও উন্নয়নে কৃষি ব্যাংক কাজ করছে। ফলে প্রতিবছরই কৃষি ও কৃষকদের ঋণ প্রদান করে থাকে।
চাঁদপুর জেলার ৮ উপজেলার ২৮টি শাখায় বাংলাদেশ কৃষি ব্যাংক চলতিবছরের ২০২১-২২ আসন্ন রবি মৌসুমে ২০৪ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
কৃষি,মৎস্য,গবাদি পশু ও পালন হাঁস মুরগি প্রতিপালন,উৎপন্ন ফসল গুদামজাতকরণ,কৃষিসেচ যন্ত্রপাতি ক্রয় ইত্যাদিতে ওই টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক ।
প্রাপ্ত তথ্য মতে, শাখাগুলোতে আটটি প্রধান খাতে এ টাকা বিতরণ করবে। এর মধ্যে ৮ কোটি ৭৫ লাখ টাকা মৎস্য,১৭ কোটি ৩০ লাখ টাকা প্রাণি সম্পদ,কৃষি যন্ত্রপাতি ক্রয় ২০ কোটি ৫০ লাখ টাকা,বীজ উৎপাদন ও সংরক্ষণ খাতে ১ কোটি টাকা এবং ফসল উৎপাদন খাতে ৮২ কোটি ২৫ লাখ টাকা এবং চলমান কোভিড ১৯ কর্মসূচিতে ৩ কোটি ৭২ লাখ টাকা চাঁদপুরের বিতরণ করবে করবে।
কৃষক,বর্গা চাষী,মৎস্য ও প্রাণিসম্পদ,ফসল গুদামজাতকরণ,তৈলবীজ উৎপাদনে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ৮ শতাংশ সুদে ঋণ গ্রহণ করতে পারবে বলে ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ।
বাংলাদেশ কৃষি ব্যাংকের চাঁদপুরের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফাতেহ খান ২০ সেপ্টেম্বর বলেন,‘আসন্ন রবি মৌসুমে কৃষকদেও বিভিন্ন্য খাতের জন্য ওই টাকা চাঁদপুর অঞ্চলে বরাদ্দ দেয়া হয়েছে।’
strong> আবদুল গনি , ২১ সেপ্টেম্বর ২০২১