Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঋণ বিতরণ
ঋণ

শাহরাস্তিতে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঋণ বিতরণ

চাঁদপুরের শাহরাস্তিতে করোনায় (কোভিড-১৯) ক্ষতিগ্রস্তদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণোদনা প্যাকেজের আওতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, শাহরাস্তি উপজেলা (বিআরডিবি) কার্যালয় ৬ জন পল্লী উদ্যোক্তাদের মধ্যে (১৪ লাখ ৫০ হাজার )টাকা এসএমই ঋণ বিতরণ করা হয়েছে।

১১ আগস্ট বুধবার দুপুরে উপজেলা ইউসিসিএ মিলনায়তনে এই উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ হয়।

ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিআরডিবি সুযোগ্য উপপরিচালক মোঃ মোকাব্বের হোসেন ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইউসিসিএ লিমিটেডের সভাপতি মোঃ আব্দুল মান্নান মোল্লা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান পাটোয়ারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন পাঠান, জুনিয়র অফিসার (হিসাব) আব্দুল গনি, এ আর ডি ও (পদাবিক) মোঃ কাউসার আলম, মাঠ সংগঠক রহিমা আক্তারসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রতিবেদক: মো.জামাল হোসেন, ১১ আগস্ট ২০২১