চাঁদপুরে দু’মাসে সাড়ে ১৯ কোটি টাকা ঋণ বিতরণ

চাঁদপুরে ৮ উপজলোয় ৬টি রাষ্ট্রায়ত্ত্ব ও বেসরকারি ২৪টি ব্যাংক ২০২১-২২ র্অথবছররে জুলাই -আগস্ট পর্যন্ত ১৯ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার টাকা কৃষি ও দারিদ্রবিমোচন খাতে ঋণ বিতরণ করা হয়েছে । বরাদ্দ রয়েছে ৩৪৫ কোটি ৬৩ লাখ টাকা।

২৬ সেপ্টেম্বর চাঁদপুরে জেলা কৃষি ঋণ কমিটির সভায় প্রদত্ত এক রির্পোটে বিষয়টি জানা গেছে । সভায় সভাপত্বি করেন মান্যবর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ।

সংশ্লিষ্ট ব্যাংকের আঞ্চলকি র্কাযালয়ের সূত্র মতে ,সোনালী ব্যাংকের ২০টি শাখার মাধ্যমে জুলাই-আগস্ট দু মাসে ৩৬ লাখ ৭৯ হাজার টাকা,অগ্রণী ব্যাংকরে ২১টি শাখার মাধ্যমে ৫৯ লাখ ৭ হাজার ,

জনতা ব্যাংকের ১৫টি শাখার মাধ্যমে ১৫ লাখ ১৫ হাজার টাকা,বাংলাদশে কৃষি ব্যাংকরে ২৮টি শাখার মাধ্যমে ১২ কোটি ৩৩ লাখ ২৩ হাজার টাকা,র্কমসংস্থান ব্যাংকরে ৪টি শাখার মাধ্যমে ১ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকা,রূপালী ব্যাংকে মাধ্যমে ৫০ লাখ ৫৩ হাজার টাকা,বেসিক ব্যাংক ৫০ হাজার টাকা বিতরণ করেছে। জেলার বেসরকারি ২৪টি ব্যাংকে ৪ কোটি ২০ লাখ ৩৬ হাজার টাকা বিতরণ করেছে ।

এদিকে ওই সব ব্যাংকরে শাখাগুলোতে ২০২১-২২ র্অথবছরে দু’মাসে বকেয়াসহ ১৫ কোটি ৭৩ লাখ টাকা বিভিন্ন শ্রেণিকৃত গ্রাহকদরে কাছ থেকে আদায় করেছে।

এছাড়া ৪৬০ কোটি ৯৭ লাখ ৮৬ হাজার টাকা বকেয়া হিসেবে জেলার কৃষি, দারিদ্রবিমোচন ও অন্যান্য খাতে ঋণের টাকা আদায়যোগ্য হিসেবে রয়েছে। ব্যাংকগুলোতে মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ ৬৭ কোটি ১৮ লাখ ৭৪ হাজার টাকা।

অগ্রণী ব্যাংকের একজন কর্মকর্তা বলেন,‘বিভিন্ন শ্রেণিভিত্তিক ঋণ আদায়ে অগ্রণী ব্যাংক গ্রাহকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ব্যাংক কর্মকর্তগণ যেমন ঋণ আদায় করছে তেমনি তাৎক্ষণিক ঋণ প্রদানও করে যাচ্ছে।’

আবদুল গনি , ২৮ সেপ্টেম্বর ২০২১

Share