সারাদেশ

ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে গৃহবধূর আত্মহত্যা

ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জনতার মোড় হালদার পাড়ায় সুমতি হালদার (৪২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (১৪ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুমতি উপজেলারর জনতার মোড় হালদার পাড়ার কালাচান হালদারের স্ত্রী।

ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ জানান, হতদরিদ্র পরিবারের গৃহবধূ সুমতি বিভিন্ন এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে সংসার চালাতেন। অনেকেই তার কাছে কিস্তির টাকা পেতো। সেই টাকা পরিশোধ করতে না পেরে রোববার মধ্য রাতে নিজেদের ঘরের আড়ায় গলায় রশি দিয়ে ফাঁস দেন সুমতি। টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক ||আপডেট: ০১:০৭ অপরাহ্ন, ১৪ মার্চ ২০১৬, সোমবার

এমআরআর

Share