উৎসবমুখর পরিবেশে চাঁদপুর জেলা জম্মাষ্টমী উদযাপন পরিষদের শোভাযাত্রা 

চাঁদপুরে জাকজমকপূর্ন উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে চাঁদপুরে জেলা জম্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়েছে।

সন্ধ্যার পূর্বে চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ শহরের হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়। এসময়  চাঁদপুর শহরের ১৮ টি ধর্মীয় সংগঠন অংশগ্রহণ করে। জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে ফিতা কেটে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা ও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়। 

এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সদর উপজেলা পরিষদের লক্ষণ চন্দ্র সূত্রধর,জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, সরকার,  পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, রণজিৎ সাহা মুন্না, লিটন সাহাসহ আরো অনেক। 

জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের শোভাযাত্রায়  অংশগ্রহণ করে চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদ, চান্দের বাগ রাধাগোবিন্দ মন্দির, বাবুরহাট জন্মাষ্টম উদযাপন পরিষদ, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, স্বর্ণখোলা হরিজন পল্লী, শারদাঞ্জলি ফোরাম, নতুন বাজার ঘোষ পাড়া, রেলওয়ে হরিজন কলোন, দাসপাড়া শিব মন্দির, পুরান বাজার পালপাড়া, হিন্দু মহাজোট চাঁদপুর, পুরান বাজার জন্মাষ্টম উদযাপন পরিষদ, পুরান বাজার ঘোষপাড়া জন্মষ্টমজ্জামান পরিষদ, পুরান বাজার হরিজন কলোনি ও রাম ঠাকুর দোল মন্দির প্রাঙ্গণ। 

চাঁদপুর জেলার জন্মাষ্টমী উদযাপন পরিষদের আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ি মোড় এলাকায় এসে শেষ হয়।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,৬ সেপ্টেম্বর ২০২৩

Share