Home / চাঁদপুর / চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত
উৎসবমুখর-পরিবেশ

চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁদপুর সদর উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা -২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১১জুলাই মঙ্গলবার চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামীকাল বুধবার একই ভ্যানুতে ২০২৩ সালের প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হেদায়েত উল্যাহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইদা আলম।

ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল ও হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সৈয়দ নুরুজ্জামান কাজলের যৌথ সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাই, মো. মুজিবুর রহমান, মো. ইলিয়াস, মানসুর আহমেদ, মোসামৎ রাবেয়া আক্তার, শিক্ষা বিষয়ক প্রতিযোগীতার সমন্বয়ক ও হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যা, ক্রীড়া বিষয়ক প্রতিযোগীতার সমন্বয়ক শাহাবুদ্দিন পাটোয়ারী, সংগীত প্রতিযোগিতার সমন্বয়ক সুরঞ্জিত কর, সঙ্গীত শিল্পী ও শিক্ষক মৃণাল সরকার প্রমুখ।

শিশুদের শারীরিক-মানসিক ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও দেশব্যাপী এ আয়োজন করা হয়। করোনার কারনে ২০২২ সালের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়নি। ফলে এবছর একইসাথে ২০২২ ও ২০২৩ সালের প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে। ‘ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতি প্রতিযোগিতা, শিরোনামে এ আয়োজনে বিভিন্ন ইভেন্টে ক,খ,ও গ গ্রুপে বিভক্ত হয়ে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক ভিবিন্ন ইভেন্টের মধ্যে ছিল সাধারণ জ্ঞান, উপস্থিত একক অভিনয়, উপস্থিত একক বক্তৃতা, তরজমাসহ কেরাত, হামদ-নাত, গল্প বলা, আবৃত্তি, দেশাত্ববোধক সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুকে জানো। এছাড়া ক্রীড়া বিষয়ক ইভেন্টগুলো হলে,বালক ও বালিকাদের আলাদাভাবে দাবা, ব্যাটমিন্টন, ১০০মিটার দৌড়, উচ্চ লাফ, দীর্গ লাফ ও ১০০ মিটার মুক্ত সাঁতার।

প্রতিযোগিতায় বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান এবং শিক্ষগণের সমন্বয়ে বিচারকার্য পরিচালনা করা হয়।

প্রতিবেদক: আশিক বিন রহিম , ১১ জুলাই ২০২৩
এজি