চাঁদপুর

উৎসবমুখর আয়োজনে টেলিভিশন সাংবাদিক ফোরামের ফ্যামেলি ডে

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের বার্ষিক ফ্যামেলি ডে উৎসবমুখর পরিবেশে শুক্রবার (৩ মার্চ) চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সকল সদস্য ও তাদের পরিবারের স্ত্রী-সন্তানরা অংশগ্রহণ করে।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন ও ফ্যামেলি-ডে উদযাপন পরিষদের আহবায়ক রহিম বাদশা।

দিনব্যাপি এ আয়োজনে ছিলো পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন ধরণের প্রতিযোগিতা। র‌্যাফেল ড্র। সাথে ছিলো সকল সদস্যদের জন্য গিফটের ব্যবস্থা।

উৎসবমুখর এ আয়োজনে টেলিভিশন সাংবাদিক ফোরামের সকল সদস্য ও তাদের স্ত্রী, সন্তানসহ শতাধিক সদস্য অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারী, দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর টাইমসের প্রকাশক সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, ইন্ডিপেন্ডেট টিভির প্রতিনিধি আব্দুল আউয়াল রুবেল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ প্রমুখ।

এছাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের মধ্যে অংশ নেন সহ-সভাপতি ফারুক আহম্মদ, লক্ষণ চন্দ্র সূত্রধর, সোহেল রুশদী, যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, রফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান খান, কাদের পলাশ, কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন সেলিম, দপ্তর সম্পাদক রিয়াদ ফেরদৌস, প্রচার সম্পাদক ওয়াদুদ রানা, ক্রীড়া সম্পাদক মো. খুরশিদ আলম, সমাজ কল্যাণ সম্পাদক নাছির উদ্দিন পাঠান, কার্যকরী সদস্য গোলাম কিবরিয়া জীবন, ইকরাম চৌধুরী, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, পার্থনাথ চক্রবর্তী, নুরুল আলম, মুনাওয়ার কানন, গিয়াসউদ্দিন মিলন ও সদস্য যথাক্রমে খোকন কর্মকার, নেয়ামত হোসেন, তালহা যোবায়ের এবং তাদের পরিবারের সদস্যরা।

করেসপন্ডেন্ট
।। আপডটে,বাংলাদশে সময় ১১ : ০৮ পিএম, ০৩ মার্চ ২০১৭ শুক্রবার

এইউ

Share