Home / চাঁদপুর / বোরোর উৎপাদন বৃদ্ধিতে চাঁদপুরে পল্লী বিদ্যুতের একাধিক উদ্যোগ
PBS Chandpur

বোরোর উৎপাদন বৃদ্ধিতে চাঁদপুরে পল্লী বিদ্যুতের একাধিক উদ্যোগ

চাঁদপুরে ২০২১- ২২ অর্থবছরে বোরোর উৎপাদন বাড়াতে চাঁদপুরের কৃষি,সরকারি ও বেসরকারি ব্যাংক,বীজ সরবরাহ কেন্দ্র ও চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি চাঁদপুর সদর ও হাজীগঞ্জ (পিবিএস) নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

সহকারী জেনারেল ম্যানেজার এমএস মো.ইয়াহিয়া ৯ জানুয়ারি সদর দপ্তরে চাঁদপুর টাইমসকে দুপুরে এ তথ্য জানান।

তাঁর দেয়া তথ্য মতে, চাঁদপুর সদর লালদিয়া পল্লীবিদ্যুৎ সমিতি ও চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি হাজীগঞ্জ টোরাগড় এর আওতায় চলতি ২০২১-২২ অর্থবছরে ২ হাজার ৮শ ৫২টি ছোট-বড় সেচ সংযোগ প্রদান করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর পল্লীবিদ্যুৎ সমিতি এর আওতায় ৫শ ৭০ টি এবং পল্লীবিদ্যুৎ সমিতি হাজীগঞ্জ এর আওতায় ২ হাজার ২শ ৭২টি সেচের বেদ্যুতিক সংযোগ স্থাপনে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করে দিয়েছে। এতে সরকারের নির্দেশিত সকর প্রকার সুবিধাও প্রদান করা হয়েছে। চাঁদপুর পৌরসভাধীন পিডিবির অধীন রয়েছে ১০ টি সেচ ।

চাঁদপুর সদর ,হাইমচর , মতলব উত্তর ও দক্ষিণ,ফরিদগঞ্জ-৫টি উপজেলা চাঁদপুর সদর লালদিয়া পল্লীবিদ্যুৎ সমিতি এর অধীন এবং হাজীগঞ্জ , শাহরাস্তি ও কচুয়া এ ৩ উপজেলা চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি হাজীগঞ্জ টোরাগড় এর আওতায় রয়েছে।

আরো জানা যায়- পল্লীবিদ্যুৎ সমিতি-১ ও ২ এর আওতাধীন সরকারি ও পিবিএস কর্তৃক কৃষকদের বোরো চাষাবাদের সুবিধার্থে সকল প্রকার ট্রান্সফরমার বিনামুল্যে সংযোগকরণ ও মেরামত করার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পিক আওয়ারে সন্ধ্যা ৬ টা থেকে- রাত ১১ টা পর্যন্ত সীমিত আকারে ঔসব গভীর,অগভীর,লো-লাইট আকারের সেচগুলো চালানো ও সকাল ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ৩ মাস নিরবচ্ছিন্ন্ বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নিশ্চিত রয়েছে।

জেলার সব উপজেলায় সমান তালে বোরো উৎপাদনে যাতে বিঘ্ন না ঘটে সে জন্যে ২৪ ঘন্টাই পল্লীবিদ্যুৎ সমিতি-১ ও ২ এর আওতাধীন সেচগুলো মনিটরিং করার নির্দেশ দেয়া হয়েছে। কৃষকদের সার্বিক দিক বিবেচনায় এনে ২০ % ব্যবহৃত বৈদ্যুতিক বিল কর্তন বা রিভেট করে বিল পরিশোধের ব্যবস্থা আগে থেকেই সিদ্ধান্ত রয়েছে। কোনো কৃষক চাইলে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের সংযোগ স্থাপনে পিবিএস সকর প্রকার সার্ভিস প্রদান করবে।

এ ব্যাপরে সহকারী জেনারেল ম্যানেজার এমএস মো.ইয়াহিয়া বলেন,‘পল্লীবিদ্যুৎ সমিতির সার্বিক ব্যবস্থাপনায় দেশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে ।দেশের চাহিদা মিটিয়ে বিদেশে চাল রপতানি হচ্ছে। দেশের খাদ্য উৎপাদনে পরøীবিদ্যুৎ সমিতি বরাবরই অগ্রণী ভূমিকা পালন করছে। সারাদেশে এবার সেচ পরিচালিত হচ্ছে ৪ লাখ ৩৮ হার্জা ্এর মধ্যে ‘পল্লীবিদ্যুৎ সমিতিরই ৪ লাখ ২৮ হাজার । পিবিএস কর্মীগণ নিরবচ্ছিন্ন্ বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে দিন-রাত কাজ করছে।’

তিনি আরোও বলেন,‘পল্লীবিদ্যুৎ সমিতি থেকে সেচ বিদ্যুৎ সংযোগ পেতে অতীতের চেয়ে বর্তমানে সংযোগ পদ্ধতি সহজতর করা হয়েছে।’

এদিকে চাঁদপুরের ৮ উপজেলায় ২০২১-২২ অর্থবছরে ইরি-বোরো চাষাবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা ২ লাখ ৫১ হাজার ৯শ ৪৫ মে.টন চাল নির্ধারণ করা হয়েছে বলে চাঁদপুর খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

হাইব্রিড, স্থানীয় ও উন্নত ফলনশীল এ ৩ জাতের ইরি-বোরোর চাষাবাদ করে থাকে চাঁদপুরের কৃষকরা। কম-বেশি সব উপজেলাই ইরি-বোরোর চাষাবাদ হয়ে থাকে। চাঁদপুর সেচ ও মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প,মতলব দক্ষিণ ও হাজীগঞ্জে ব্যাপক ইরি-বোরোর চাষাবাদ হয়। এবার এককভাবে উন্নত ফলনশীল ৫১ হাজার হেক্টর চাষাবাদ এবং হেক্টর প্রতি ৪১০ মে.টনে উৎপাদন নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ১শ’ মে.টন। হাইব্রিড ৯ হাজার ৫শ হেক্টর চাষাবাদ এবং হেক্টর প্রতি ৪৯৫ মে.টনে উৎপাদন নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ৮ শ’৪৫ মে.টন ।

চাঁদপুররে ৮ উপজলোয় ৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ২০২০-২১ র্অথবছরে ২৪৮ কোটি ৭২ লাখ ৮৮ হাজার টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যে সোনালী,অগ্রণী, জনতা ও বাংলাদেশ কৃষি ব্যাংকে বরাদ্দ দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ঠ ব্যাংকের এক তথ্যে জানা গেছে। সরকার প্রতিবছরের মত এবছরও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্যে চাঁদপুরের ৮ উপজেলায় কম-বেশি হারে সার,বীজ ও বিদ্যুৎ খাতে ভর্তূকি রয়েছে ।

আবদুল গনি,
১২ জানুয়ারি ২০২২