উৎপাদনে ফিরছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র

ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার টন কয়লা আসায় পুনরায় উৎপাদনে ফিরছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র। এর আগে বৃহস্পতিবার ২২ জুন দিনগত রাত ২টার দিকে পটুয়াখালীর পায়রা বন্দরে ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার টন কয়লা নিয়ে ভিড়েছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি আথেনা।

শুক্রবার ২৩ জুন দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্র্যাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান।

এদিকে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান,ইন্দোনেশিয়া থেকে কয়লাবোঝাই করে ছাড়ার ১০ দিন পর পায়রা বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি আথেনা। বৃহস্পতিবার রাত ৩টা থেকে জাহাজটি ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনার চ্যানেলে অবস্থান করছে। এ কয়লা খালাস করতে আরও ২-৩ দিনের মতো সময় লাগবে।

তিনি আরও বলেন, ‘ আগামি ২৫ জুন পুনরায় চালু হচ্ছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র। তবে প্রথমে একটি ইউনিট চালানো হবে। পরবর্তীতে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে

২৪ জুন ২০২৩
এজি

Share