মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং ঠিকাদার আলহাজ্ব আব্দুল কাইয়ুম খান। সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টায় বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সদস্যদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, ম্যানেজিং কমিটি নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও বিআরডিবি কর্মকর্তা আবুল হাসনাত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমেদ, দাতা সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, জেলা পরিষদের সদস্য আল আমিন ফরাজী, অভিভাবক সদস্য মোঃ দুধু মিয়াজী, বলাই রাম, মিজানুর রহমান ঢালী, মোস্তফা কামাল, শিক্ষক প্রতিনিধি মোঃ শাহ আলম, মোঃ হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল কাইয়ুম খান আবারো সভাপতির দায়িত্ব পেয়ে বলেন, এ বিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে এলাকার সকলের শ্রম রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে এবং অবকাঠামো উন্নয়নে শিক্ষক অভিভাবক এবং এলাকাবাসীর সহযোগিতায় ও দোয়া কামনা করেন তিনি।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur