২০১৬ সালের অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জের গুপ্টি পূর্ব ইউনিয়নের নির্বাচনও সম্পন্ন হয়। পরিষদ গঠনের ৮ মাসের মাথায় ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আমিনুল ইসলাম মৃত্যুবরণ করেন। তারই প্রেক্ষিতে ওই ওয়ার্ডের জনপ্রতিনিধির পদ শূন্য দেখা দিলে উপজেলা নির্বাচন কমিশন উপ-নির্বাচনের সিদ্ধান্ত নেয়। ১৬ এপ্রিল ৮নং ওয়ার্ড মানুরী গ্রামে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৯৮২ জন। এরই মধ্যে সাধারণ সদস্য পদে মনোয়ন পত্র দাখিল করেন ৩ প্রার্থী।
২৮ ও ২৯ মার্চ মনোনয়ন পত্র যাছাই-বাছাই শেষে ৩০ মার্চ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করবে উপজেলা নির্বাচন কমিশন।
ওই ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে যারা অংশ নিচ্ছেন সাবেক ইউপি সদস্য মো.সাইফুল ইসলাম। যিনি গত নির্বাচনেও কিছু ভোটের ব্যবধানে পরাজিত হন।
আরেক সদস্য প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়ার্ডের সাবেক সদস্য পদে প্রার্থী মোতাহের হোসেন মজুমদার।
গতবারের অপর সদস্য প্রার্থী আব্দুল গাফফার মোল্লা এবারও প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তিনি মানুরী ইসলামীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় কর্মরত রয়েছেন ।
ফরিদগঞ্জের রিটানিং কর্মকর্তা সাঈদ মো.আনোয়ার খালেক বলেন, ২৯ মার্চ উক্ত ওয়ার্ডের তিন প্রার্থীর মধ্যে প্রতীক দেয়া হবে। আচরণগত কোনো দিকে যেন প্রার্থীরা প্রভাবিত না হতে পারে সে দিকে আমাদের পক্ষ থেকে সর্তকতা ও নজর থাকবে।
প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
: আপডেট, বাংলাদেশ সময় ০৯ : ১৫ পিএম, ২২ মার্চ ২০১৭, বুধবার
এইউ