Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / উপাদী উত্তর ইউনিয়নে কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন
ইউনিয়নে

উপাদী উত্তর ইউনিয়নে কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার  উপাদী উত্তর ইউনিয়ন কৃষক দলের দ্বি – বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) ওই ইউনিয়নের দক্ষিণ নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ হানিফ পাটোয়ারী।

কৃষক দলের নেতা আলহাজ্ব ফয়েজ মোল্লার সভাপতিত্বে ও জামাল হোসেনের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আমির খসরু প্রধানিয়া, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি বিলাল হোসেন মোল্লা, উপজেলা কমিটির সহ-সভাপতি রেজাউল করিম মুকুল,  সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন পাটোয়ারী, জাকির হোসেন মিলন মাস্টার, যুগ্ন আহ্বায়ক আবুল কাশেম পংকু পাটোয়ারী।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাদল, ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে আলহাজ্ব ফয়েজ মোল্লা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে মোহাম্মদ লোকমান হোসেন বেপারী ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহপরান পেয়েছেন শূন্য ভোট। অচিরেই ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে উপজেলা নেতৃবৃন্দ জানান।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,১৭ মে ২০২৫