চাঁদপুরে কাল প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ১০৯ পরিবার

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (দ্বিতীয় পর্যায়) প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আগামিকাল সকালে সারাদেশ ব্যাপি প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে উদ্বোধনের পর পরই চাঁদপুর জেলার ৮ উপজেলার মধ্যে ৬ টি উপজেলার ১০৯ পরিবারকে ঘর প্রদান করা হবে।

এ ব্যাপারে ২০ জুন সকালের অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়েছে । শুক্রবার ১৮ জুন সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় ও সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

রোববার ২০ জুন সারাদেশ ব্যাপি মাননীয় প্রধানমন্ত্রীর এ ভিডিও কনফারেরেন্স উদ্বোধনী কার্যক্রম উপভোগ করার জন্যে চাঁদপুর সদর উপজেলা কমপ্লেস্ক ভবনে আয়োজন থাকবে। এতে জেলা প্রশাসনের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী,পুলিশ সুপার মো.মিলন মাহমুদ,জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল ।

আরো থাকবেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান,সদরের নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ,পৌরসভার মেয়র এ্যাড.জিল্লুর রহমান জুয়েলসহ সংশ্লিষ্ঠ জেলা আওয়ামী লীগ,সদর,পৌর ও সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যান,সচিবদ্বয় ও প্রাপ্ত সুবিধাভোগীগণ উপস্থিত থাকবেন ।

এদিকে চাঁদপুরের অণ্যান্য উপজেলায় স্ব-স্ব উপজেলা চেয়ারম্যান ও অন্যান্য সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সকল অন্যান্য কর্মকর্তা া ও স্ব-স্ব ইউপি চেয়্যারম্যান ও সুবিধাভোগীগণ উপজেলা পরিষদ ভবনে উপস্থিত থাকবেন ।

জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে, দ্বিতীয় পর্যায়ে সদর উপজেলায় ঘর পাবে ১৭টি,কচুয়া উপজেলায় ২টি,মতলব উত্তর উপজেলায় ৩০টি,হাজীগঞ্জ উপজেলায় ১০টি,শাহরাস্তি উপজেলায় ৩০টি ও হাইমচর উপজেলায় ২০টি।

ইতোপূর্বে চাঁদপুর জেলায় প্রথম পর্যায়ে গৃহ প্রদান করা হয় ১১৫টি পরিবারকে। এর মধ্যে সদর উপজেলায় ৪০টি, কচুয়া উপজেলায় ১৫টি, মতলব উত্তর উপজেলায় ৫টি,হাজীগঞ্জ উপজেলায় ৫টি, শাহরাস্তি উপজেলায় ৫টি, মতলব দক্ষিণ উপজেলায় ২৫টি,হাইমচর উপজেলায় ২০টি।

আবদুল গনি , ১৯ জুন ২০২১

Share