করোনা পরিস্থিতিতে অসহায়,দুঃস্থ ও কর্মহীন বিভিন্ন পেশার ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা ত্রাণ (প্রধানমন্ত্রীর উপহার) বিতরণ করেছে চাঁদপুরের জেলা প্রশাসন। সামাজিক দূরত্ব বজায় রেখে করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকে ৮ দফায় এসব ত্রাণ বিতরণ করা হয়।
৫ মে বুধবার সকাল ১১ টায় চাঁদপুর স্টেডিয়ামে ৮ম দফায় ৫শ’ পরিবারের মাঝে ৭ কেজি করে চাল বিতরণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জেলা প্রশাসক বলেন, ‘আজকে আপনারা যে ত্রাণ পেয়েছেন এটি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের জন্যে উপহার। প্রধানমন্ত্রী সব সময় আপনাদের কথা চিন্তা করেন এবং ভাবেন। তাই প্রধানমন্ত্রী আপনাদের সহায়তায় চাঁদপুর জেলার জন্যে ২ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন এবং এ বরাদ্দকৃত টাকা উপজেলা,পৌরসভা ও ইউনিয়নে ভাগ করে দিয়েছি। ইতোমধ্যে এসব বরাদ্দকৃত ত্রাণ বিতরণ শুরু হয়েছে।’
ত্রাণ বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
এ সময় উপস্থিত ছিলেন নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.ইমতিয়াজ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ,নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান ও রেশমা খাতুন। ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন জেলা প্রশাসক কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ।
ত্রাণ প্রাপ্তদের মধ্যে ছিলেন মাছ ঘাট শ্রমিক ১শ জন,হটলাইনে আবেদনকৃত ৫০ জন,সিএনজি চালিত অটোরিকশা ও অটোবাইক চালক ৫০ জন,সমাজতান্ত্রিক শ্রমিকদল ৫০ রজন, মহিলা আওয়ামী লীগ কর্তৃক দুঃস্থ ৭০ জন, শ্রমিকলীগ কর্তৃক দু:স্থ ৫০ জনসহ অন্যান্য পেশার ৫১০ জন।
বার্তা কক্ষ , ৬ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur