Wednesday, 08 July, 2015 04:54:46 AM
চাঁদপুর টাইমস ক্রিড়া ডেস্ক:
সাকিব আল হাসানের ব্যাটিং ও বোলিং নিয়ে যে পরিমাণ আলোচনা হয় ক্রিকেট বিশ্বে, তার ফিল্ডিং সামর্থ্য নিয়ে ততোটা কখনোই হয় না। অথচ বাংলাদেশ দলের অন্যতম সেরা ফিল্ডার তিনি।
ঘরোয়া ও আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টে নিয়েছেন দুর্দান্ত কিছু ক্যাচ, করেছেন অসাধারণ সব রান আউট। এর একটি ছিল ২০১২ এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানি অলরাউণ্ডার শহীদ আফ্রিদিকে বোকা বানানো!
বেশ কয়েকবার হাত ফসকে যাওয়া ক্যাচটি যখন নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে থাকা মিসবাহর বুকে আঘাত করে, তখনো ঠিকই ওত পেতে থাকলেন সাকিব। আর মাটিতে পড়ার আগেই তা তালুবন্দী করে মেতে উঠলেন ক্যাচ নেওয়ার আনন্দে!
দেখুন সেই এক্সক্লুসিভ ভিডিওটি
https://youtu.be/LicGUijBNG8
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur