কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন মারা গেছেন। তাদের মধ্যে সাতজন পুরুষ এবং তিনজন নারী। সোমবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।
করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সামছুল আলম (৬০), চান্দিনা উপজেলার নুরুল ইসলাম (৭৫), বরুড়া উপজেলার ফাতেমা (৬০), লাকসাম উপজেলার নুরুল আমিন (৬০), নগরীর রেইসকোর্স ফয়সাল চৌধুরীর স্ত্রী রিয়া (৩০), জেলার দেবিদ্বার উপজেলার মোতাহেরের স্ত্রী নাসরিন (৪০), চান্দিনা উপজেলার আবদুল মালেক (৬৫), মনোহরগঞ্জ উত্তর হাওলার মাহমুদুর রহমান (৬০), চৌদ্দগ্রাম উপজেলার সাহিদুল (৫০) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সহিদাবাদের সামছুজ্জামান (৫৫)।
উল্লেখ্য, এই হাসপাতালে করোনা ইউনিটে আক্রান্ত ও উপসর্গ নিয়ে এ যাবত মারা গেছেন ৩৬৩ জন।
এদিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, কুমিল্লায় এ পর্যন্ত ছয় হাজার ২৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৭৫৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৫৬ জন।
করেসপন্ডেট,১৭ আগস্ট ২০২০