আন্তর্জাতিক

উপমন্ত্রী মনোনীত হলেন টিউলিপ

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ১২:২৯ পূর্বাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০১৫, রোববার

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক লেবার ছায়া মন্ত্রিসভার উপমন্ত্রী মনোনীত হয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শালিক শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের তিন সংসদ সদস্য রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হককে শ্যাডো কেবিনেটে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন লেবার পার্টির নেতা জেরিমি করভিন। কিন্তু তিন বঙ্গকন্যাই তাৎক্ষণিকভাবে তা গ্রহণ করেননি।

জেরিমি করভিন পার্টিকে কোন দিকে নিয়ে যাচ্ছেন, সময় নিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করতেই তার ওই আমন্ত্রণে তাৎক্ষণিক সাড়া দেননি তিন বাঙালি এমপি। তাছাড়া লিডারশিপ নির্বাচনে এই তিন এমপি’র কেউই জেরিমি করভিনের সমর্থক ছিলেন না।

সূত্র জানায়, এখনো পার্টি ওয়েবসাইটে না আসলেও বৃহস্পতিবার রাতেই লেবার লিডার জেরিমি করভিন টিউলিপকে কালচার, মিডিয়া ও স্পোর্টস বিভাগের জুনিয়র শ্যাডো মন্ত্রী করার সিদ্ধান্ত নেন পার্টি ফোরামে।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share