উপবৃত্তি কার্যক্রমে প্রাথমিক শিক্ষা এগিয়ে যাচ্ছে

শিক্ষা মানুষের মৌলিক মানবিক অধিকারগুলির মধ্যে একটি। সবার জন্যে শিক্ষা নিশ্চিত করার দায়িত্ব সরকারের ওপর ন্যস্ত। আমাদের দেশের শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা।

প্রাথমিক শিক্ষাকে শতভাগে উন্নীত ও শিক্ষার গুণগত মান্নোয়ন করার জন্যে সরকার অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করেছে । এর মধ্যে উপবৃত্তি কার্যক্রম একটি।

সর্বপ্রথম ২০০১ -২০০২ অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসিক ২০ টাকা হারে খাদ্যের বিনিময়ে শিক্ষা প্রকল্পের পরিবর্তে এটি চালু করেন । পরবর্তীতে সরকার পরিবর্তন হওয়ার পর ৪০% শিক্ষার্থীকে মাসিক ১শ’ টাকা ও একই পরিবারের একাধিক শিক্ষার্থীকে ১ শ’ ২৫ টাকা হারে স্ব -স্ব ব্যাংক হিসাবের মাধ্যমে দেয়ার প্রথা চালু হয়।

যার ফলে প্রাথমিক শিক্ষার ভর্তির হার ধীরে ধীরে শতভাগে পৌঁছতে শুরু করে ।

বর্তমান সরকার ২০১৪-২০১৫ অর্থবছরের অক্টোবর থেকে শতভাগ শিক্ষার্থীর জন্যে উপবৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে ।

সে আলোকেই চাঁদপুর জেলার ৮ উপজেলার প্রায় ১ সহ¯্রাধিক সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ ৩৩ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রাক-প্রাথমিক , প্রথম শ্রেণিতে ভর্তিকৃত ও দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষায় সকল বিষয়ে ৩৩% নম্বর প্রাপ্তরা এর আওতায় আসছে। ইতোমধ্যেই এর কার্যক্রম সকল বিদ্যালয়ে দ্রুত গতিতে চলছে।

সুতরাং , আমরা আশাবাদী শিক্ষাবান্ধব সরকারের এ মহতী উদ্যোগ প্রাথমিক শিক্ষাকে তার অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছে দেবে । দেশ ও জাতি গঠনে আমাদের আজকের শিশুরা আগামী দিনে অসামান্য অবদান রাখবে ।

: আপডেট ১০:৪০ পিএম, ০৫ মে ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Share