শিক্ষা মানুষের মৌলিক মানবিক অধিকারগুলির মধ্যে একটি। সবার জন্যে শিক্ষা নিশ্চিত করার দায়িত্ব সরকারের ওপর ন্যস্ত। আমাদের দেশের শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা।
প্রাথমিক শিক্ষাকে শতভাগে উন্নীত ও শিক্ষার গুণগত মান্নোয়ন করার জন্যে সরকার অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করেছে । এর মধ্যে উপবৃত্তি কার্যক্রম একটি।
সর্বপ্রথম ২০০১ -২০০২ অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসিক ২০ টাকা হারে খাদ্যের বিনিময়ে শিক্ষা প্রকল্পের পরিবর্তে এটি চালু করেন । পরবর্তীতে সরকার পরিবর্তন হওয়ার পর ৪০% শিক্ষার্থীকে মাসিক ১শ’ টাকা ও একই পরিবারের একাধিক শিক্ষার্থীকে ১ শ’ ২৫ টাকা হারে স্ব -স্ব ব্যাংক হিসাবের মাধ্যমে দেয়ার প্রথা চালু হয়।
যার ফলে প্রাথমিক শিক্ষার ভর্তির হার ধীরে ধীরে শতভাগে পৌঁছতে শুরু করে ।
বর্তমান সরকার ২০১৪-২০১৫ অর্থবছরের অক্টোবর থেকে শতভাগ শিক্ষার্থীর জন্যে উপবৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে ।
সে আলোকেই চাঁদপুর জেলার ৮ উপজেলার প্রায় ১ সহ¯্রাধিক সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ ৩৩ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রাক-প্রাথমিক , প্রথম শ্রেণিতে ভর্তিকৃত ও দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষায় সকল বিষয়ে ৩৩% নম্বর প্রাপ্তরা এর আওতায় আসছে। ইতোমধ্যেই এর কার্যক্রম সকল বিদ্যালয়ে দ্রুত গতিতে চলছে।
সুতরাং , আমরা আশাবাদী শিক্ষাবান্ধব সরকারের এ মহতী উদ্যোগ প্রাথমিক শিক্ষাকে তার অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছে দেবে । দেশ ও জাতি গঠনে আমাদের আজকের শিশুরা আগামী দিনে অসামান্য অবদান রাখবে ।
: আপডেট ১০:৪০ পিএম, ০৫ মে ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ