উপনির্বাচনে নৌকার প্রার্থী ঘোষণা, মনোনয়ন পেলেন না নায়িকা মাহি

বিএনপির ছেড়ে দেওয়া সাত আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ রোববার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে গণভবনের গেটে সাংবাদিকদের সামনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় দীর্ঘক্ষণ আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, ঠাকুরগাঁও-৩ আসন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টিকে দেওয়া হয়েছে। বগুড়া-৪ দলীয় জোট জাসদকে দেওয়া হয়েছে। বগুড়া-৬ আসনে রাগীবুল হাসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. আবদুল ওদুদকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত রাখা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশায় মনোনয়নপত্র কিনেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাঁর ব্যাপারে আশ্বাসও দিয়েছিলেন ওবায়দুল কাদের। তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পেলেন না।

বার্তা কক্ষ, ১ জানুয়ারি ২০২৩

Share