প্রয়োজনে আবারও রাজপথে নামার জন্যে প্রস্তুত : ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন যে লক্ষ্যকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার শৈর সরকারের পতন করা হয়েছিলো, সেই উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত প্রয়োজনে আবারও রাজপথে নামার জন্যে প্রস্তুত আছি।

জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপন-২০২৫ উপলক্ষে রাজধানীর মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউট-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউট এর সভাপতি কুমিল্লার মুরাদনগরের কৃতি সন্তান মোঃ মোকছেদুর রহমান (আবির)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জিনাত ফারহানা।

আয়োজিত অনুষ্ঠানে ১ মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে ২০২৪ সালের ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধানিবেদন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অপস্থিত ছিলেন।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৩ আগস্ট ২০২৫