ফরিদগঞ্জে উপজেলা ও পৌর বিএনপিসহ সব ওয়ার্ড কমিটি স্থগিত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিএনপির সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি। ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অন্তর্ভুক্ত সকল ওয়ার্ড কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ সংশ্লিষ্ট কমিটির কয়েকজন নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক দুর্বলতার প্রেক্ষিতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

জেলা বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়, দলীয় আদর্শ ও শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতে নতুন করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার সকল পর্যায়ের কমিটির কার্যক্রম স্থগিত থাকবে।

এ সিদ্ধান্তের ফলে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলীয় সূত্র জানায়, শিগগিরই সাংগঠনিক পুনর্গঠন ও শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে।

প্রতিবেদক: শিমুল হাছান,
২৭ ডিসেম্বর ২০২৫