Home / শিক্ষাঙ্গন / ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি’ বাতিল করে ‘এডহক’ কমিটি গঠন
প্রাথমিক

‘উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি’ বাতিল করে ‘এডহক’ কমিটি গঠন

‘উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি’বাতিল করে নয় সদস্য বিশিষ্ট ‘এডহক’ কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এডহক কমিটির আহ্বায়ক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

‘উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি’ গঠন সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৪ সালের ১২ মার্চের প্রজ্ঞাপনটি বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

কমিটির অন্য সদস্যরা হলেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার; উপজেলা প্রকৌশলী এবং নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’জন প্রধান শিক্ষক (একজন পুরুষ ও একজন নারী, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এডহক কমিটি বলবৎ থাকবে।

চাঁদপুর টাইমস রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৪
এজি