Home / উপজেলা সংবাদ / হাইমচর / উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে অনিয়ম
Haimchor-2

উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে অনিয়ম

চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে ২নং আসনের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন শেষে ভোট গণনায় অনিয়মের অভিযোগ করেছেন মোরগ প্রতীকের প্রার্থী নাজমা রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জানুয়ারি) হাইমচর উপজেলা পরিষদ ২নং সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

ভোট গণনার সময় দেখা যায়, চাঁদ প্রতীকে সিল মারা ৩টি ব্যালটের সাথে তিনটি ২ টাকার নোট পাওয়া যায়। বিষয়টি দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে জানিয়ে তিনটি ব্যালেট বাতিলের জন্য অনুরোধ করা হয়। দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বিষয়টি আমলে না নিয়ে মোরগ প্রতিকের প্রতিদ্ব›িদ্ব চাঁদ প্রতীকের প্রার্থীকে নির্বাচনী আইনের পরিপন্থি হওয়া সত্তে¦ও বিজয়ী ঘোষণা করেন। এ নিয়ে মোরগ প্রতীকের প্রার্থী জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মোরগ প্রতিকের প্রার্থী নাজমা রহমান জানান, আমার বিজয় ছিনিয়ে নেয়ার জন্যে ষড়যন্ত্র করে আমাকে পরাজিত দেখানো হয়েছে।

প্রতিবেদক- বিএম ইসমাইল
: আপডেট, বাংলাদেশ সময় ১১:০৩ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮, সোমবার
ডিএইচ