চাঁদপুর সদরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের যোগদান

চাঁদপুর সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)পদে সাখাওয়াত জামিল সৈকত যোগদান করেছেন। ১৭ আগস্ট (বৃহস্পতিবার) তিনি আনুষ্ঠানিক ভাবে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেন এবং দায়িত্ব গ্রহণ করেন ।

তিনি বিদায়ী ইউএনও সানজিদা শাহনাজ এর স্থলাভিসিক্ত হলেন ।

চাঁদপুর সদর ইউএনও অফিস সূত্রে জানা গেছে,গত ১৩আগস্ট চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখার প্রজ্ঞাপনে সাখাওয়াত জামিল সৈকত কে চাঁদপুর সদর উপজেলার ইউএনও পদে পদায়নের আদেশ দেওয়া হয়।

জানা গেছে,বরিশাল জেলার এই কৃতি সন্তান ৩৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। তিনি এর পূর্বে পিরোজপুর ও মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেন।

স্টাফ করেসপন্ডেট, ১৯ আগস্ট ২০২৩

Share