আসন্ন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান পদে ( পুরুষ ৩ মহিলা ৩) ৬ জনসহ মোট ১০ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।১৫ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে এ তথ নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।
চেয়ারম্যান পদে যে ৪ ( চার) জন মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন,উপজেলা জামায়েতের আমীর আব্দুর রশিদ পাটোয়ারী।
ভাইস চেয়ারম্যান পদে যে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শওকত আলী দেওয়ান ( বাদল),উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহ আলম খান ,বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ আসলাম মিয়াজী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে যে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, মতলব পৌরসভার সাবেক কমিশনার ও উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমা আক্তার আসমা ( আঁখি),নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের শাহিনুর বেগম ও ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহআলম খানের সহধর্মিনী ফাতেমা বেগম।
উল্লেখ্য, আগামী ১৭ এপ্রিল মনোনয়ন পত্র যাচাই-বাছাই, প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ৮ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৫ এপ্রিল ২০২৪