Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যানের পরিবারের পাশে শিক্ষামন্ত্রী
উপজেলা

ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যানের পরিবারের পাশে শিক্ষামন্ত্রী

মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মরহুম অ্যাড. সিরাজুল ইসলামের সহধর্মিণী এবং ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারনম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের মা সায়েরা খাতুন মৃত্যুতে মরহুমার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ফরিদগঞ্জে এসেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও শিক্ষা মন্ত্রী এবং চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা.দীপু মনি।

১৬ ফেব্রুয়ারি বুধবার দুপুর সাড়ে ৩ টার দিকে ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা পাটওয়ারী বাড়িতে উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানের বাসভবনে যান শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। এর আগে তিনি মরহুমার কবর জিয়ারত করেন এবং পরে শোকাহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি।

উল্লেখ্য,গত ১৪ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক গন ফোরাম সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এডভোকেট সিরাজুল ইসলাম স্ত্রী এবং ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমানের মা সায়েরা খাতুন (৭০) ইন্তেকাল করেন।

মায়ের মৃত্যুতে শোকাহত উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান ও তাঁর পরিবারের লোকজনের প্রতি সমবেদনা জানান মন্ত্রী ডা.দীপু মনি।

তিনি শোকাহত পরিবারের উদ্দেশ্যে বলেন, ‘মা হারানোর বেদনা সহ্য করার মতো না। স্বজন যে হারায় সেই কষ্ট বোঝে। সবাই এই শোক কাটিয়ে উঠুক, এই কামনা করি।’

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক, সহ-সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র এডভোকেট জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইউব আলী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল আমিন কাজল, সদস্য এডভোকেট মাসুদ আলম মিল্টন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মাঝি, মাহফুজুর রহমান টুটুল, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আকবর হোসেন মনির প্রমূখ।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৬ ফেব্রুয়ারি ২০২২