চাঁদপুর কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কর্তৃক কাজের অনিয়ম, শিক্ষা প্রকৌশলের সহকারী প্রকৌশলী নূর আলমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশিরের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক মামলা, সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার ও পূর্নবহালের দাবিতে মানববন্ধন অব্যাহত রয়েছে।
১০ আগস্ট সোমবার সাচার বাজারে পূর্ব নিধারিত মানববন্ধন করার কথা থাকলেও পুলিশি বাধায় ও নেতাকর্মীদের গ্রেফতার এড়াতে রাগদৈল বাজারে ১নং সাচার ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনের ব্যানারে বিশাল মানাববন্ধন করা হয়। সাচার ও বাতাবাড়িয়া বাজারে মানববন্ধন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন ছিল। যার ফলে উল্লেখিত দু’স্থানে মানববন্ধন করতে পারেনি নেতাকর্মীরা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোখলেছুর রহমান, ইউপি সদস্য সফিকুল ইসলাম পাখি,ফরহাদ হোসেন খান, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শাহজাহান মজুমদার,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক জামাল হোসেন ফরাজী প্রমুখ। একই দিনে বিকালে পূর্ব নির্ধারিত কাদলা ইউনিয়নের মনপুরা-বাতাবাড়িয়া বাজারে মানববন্ধন করার কথা থাকলেও সেখানে পুলিশ অবস্থান করায় কচুয়া-রঘুনাথপুর সড়কের কাপিলবাড়ি এলাকায় মানববন্ধন করে দলীয় নেতাকর্মীরা।
এ সময় অবিলম্বে শাহজাহান শিশিরের মামলা প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখতে দাবি জানিয়ে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক আরিফ শাহ মজুমদার, যুবলীগ নেতা গাজী মনির,সোহেল,হাসান বেপারী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম,সাধারন সম্পাদক আলামিন ও সাবেক সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন প্রধান প্রমুখ। সব মিলিয়ে বিগত কয়েকদিনে শাহজাহান শিশিরকে সাময়িক বহিস্কারের পর তাঁর সমর্থনে তাকে স্বপদে বহালের দাবিতে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে কঢ়ুয়ার ১২টি ইউনিয়নে মানববন্ধনে ফুঁসে উঠেছে জনতা।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১০ আগস্ট ২০২০